প্রবল প্রতাপী ছিলেন মহারাজা -
যদিও তার রাজে ছিল খুশী প্রজা ৷
বহু সময় গত,অনেক সাধনার পরে -
এক পুত্রসন্তান আসে, রাজার ঘরে ৷
আনন্দে প্রাসাদে লোক আর ধরেনা -
অন্তরে রাজা আহ্লাদে, আটখানা !


করিয়া আদর, পাঠায় নিমন্ত্রণ খবর-
অমুক দিন রাজার ঘরে খুশীর তেহর !
রাখা হবে, সুস্বাদু প্রচুর ভুঁড়িভোজ-
পাবে সবে, খাবে হয়ে অতিসহজ ৷


আগত সেইমত, শুভক্ষণ ঐদিনে -
রাজা খোঁজ নেয় কুশল, জনে-জনে ,
রাজা আতুর ! পারে যতদূর -
আজ, সকলে করুক পুত্রযশ ভরপুর !
আগন্তুক আশীর্বাদে, করি- শিরঃ নত-
বাঁচুক সুপুত্র তব,- বছর শতশত ৷
রাজা কহে হে জ্যোতিষ! কেন নীরব ?
করো কিছু সুখ্যাতি, দাও জবাব !


জান তো ? সত্য বলা একালে -
জবাবে জ্যোতিষ খুলে বলে ,
সত্য বলা, বাড়ে মহা ঝামেলা -
জীবনে নেমে আসে অসহ্য জ্বালা !
কখনো জোটে অন্ধকার শক্তকারা ,
সত্য !একদিন, পুত্রটা যাবে মারা !


(ইং-০১-০৫-২০১৭)
তেহর > উত্সব। হিন্দি শব্দ ।