না উদিত কারো মতাদর্শের ভিত ,
উপকারে আসি নাই কারো সুখদ হিত ;
গরুর রাখালী করছি বহুকাল
জীবনে অশেখা অমানবিক ধূর্তচাল ।


নিয়মিত কাজ ,প্রয়োজনে কাটি ঘাস ,
না হা-হুতাশ মনে প্রশান্তি বারোমাস ;
হাম্বা-হাম্বা ডাকে অবলা গরু -
ভাষা বুঝাতে অক্ষম জ্ঞানে জংপড়া যে পুরু ,
বিশ্বজগতের তেজদীপ্ত ভরা জ্ঞানে
তুচ্ছ রাখালীর কথা কে বা শোনে ।


গবাধি পশুরা মানে লাঠির আঘাত
বর্বর আচরণ মনে পুষি না এ অভিমত ।
গরু, তারও আছে হিত সাধনার গুণ ,
এ দৃশ্যে আগে বাড়ার চিত্তে, ভরে জুনুন ।
(১৫-০৬-২০২৩)


জুনুন > তীব্র চেতনা, স্পৃহা ।