সুরে সুরে যার জীবন
ক্রন্দনে গলে না সে মন ,
মধু-দুধে হাত ডুবানো খানা
দুঃখ-কষ্ট চিরদিন অজানা ,
আর্ত কাঁদে, করে আর্তনাদ
সুখী, সুখ মদে থাকে আবাদ ।


সুখীর আরাম কেদারায় দোলা
মুখে মিষ্টি মিষ্টি কথা বলা ,
জীবনকালটা শোষণে মন
গরীবের ধন, কেবলি হরণ ।


শাসন সিংহাসন তারই সাজে
যার শঠতা ধর্ম দেশকাজে ,
মানবতাহীন, তার চিন্তা ক্ষীণ ,
ঠাহর পায় না ভালমন্দ দিন ।
হোক না যতই ঈশ্বর ধরম
গণ্ডিবদ্ধ অন্ধত্ব জীবন
অনুভবি কেবল স্বার্থ স্মরণ ।


(ইং-২৩-০৪-২০২০)