মানসিক বোধ-বিচার
সব জীবে কম বেশী বিদ্যমান ,
মানুষের তো কথাই নাই
তার গভীর বোধ-জ্ঞান, অঠাঁই ।
বিচার, সব বিষয়ের উপর
ব্যাক্তি বিশেষ হতে পারে ভিন্ন
এরূপ আছে তার বহু নিদর্শন
সব কাজ করে বাঁচার জন্য ।


জ্ঞানবোধ নিয়ে মাতা,-হৈচৈ
বিবেক-বুদ্ধির হ্রাস
আবার আছে সমালোচনা ভাব অথৈ ,
একের ভাল অপরের হতে পারে মন্দ ,
একের আরধ্য
সবার নাও হতে পারে মান্য ।
এ নিয়ে দা-কুড়ুল করা
সহিষ্ণুতায় হীনবল তারা ।


কত কত বোধ শক্তি ধরে ,
সমাজে অহিত হলে
কখনো মহাঝড় তোলে ।
দেখা গেছে তার বিকাশ-প্রকাশ
ধৈর্য্য ধারণে সুফল
বিবেক-বুদ্ধির সুষ্ঠুতায়
প্রবল ক্রোধানলও হয় তরল ।


(০৮-০৯-২০২২)