স্বযতনে নিজ ঢোল রাখিয়া চাঙে -
সে বাজায় পর ঢোল, নানা সঙে ;
নিজ ঘরেতে নয় অতিথি আপ্যায়ন ,
পর ঘরে রাতদিন করে জ্বালাতন ৷
বন্দ রাখিয়া নিজ জানালা কপাট,
অপর দ্বারে উঁকিঝুঁকিতে ঠাঁট-বাট !


সবে হিত দানে শুভ, যখন তখন ,
নিজ আচারে মেলে ,বিপরীত মনন ৷
অপরকে শিখায়, ন্যায়নীতি, শিষ্টাচার -
সে ঘোরে উদল গায়ে ,প্রতি বাজার !
না আচারী নিজের রোজের তর্পণ -
তার কাজ ,পর আস্থায় কাটা ফোড়ন !


অবহেলায় নিজ ক্ষেত, ভরা ঘাস -
পরের জমিতে চায় চাষ ,বারটি মাস ৷
চুচ্ছ অর্থ-ধন, সবারে করে বলাবলি ,
সে সর্বক্ষণ সম্পদে পাকিয়ে কুন্ডলী !


আছে যুদ্ধবাজ কত, যুদ্ধের তরে ,
পরদেশেতে তারা ভরে, হাহাকারে !
আদর্শ বুলি, উপদেশ, নিরস্ত্রীকরণ ,
তারাই করে অজস্র অস্ত্র উৎপাদন !
বলে বাড়াও দেশে-দেশে চির শান্তি -
তাকেই আভায় বিভেদ আত্মবিস্মৃতি ৷
এই তো চেহারা-স্বরূপ, আহামরি ;
ওরাই করে, পরের ধনে পোদ্দারি !


(ইং-০১-০৭-২০১৭)