সাগরজল বিস্তৃত অগাধ
শক্তি-সামর্থ্যে অপিসীম ,
বাতাসে সে জল বাষ্প হয়ে
হিমালয়ও করে হিম ।
সাগর পাড়ের নোনা জলে
পান, চাষবাস,- অচল
তবু তার মহত্ত্ব নয় অবহেলা
নানা ব্যবসা-পেশা, সচল ।


কথার রাজ্যে ভাষা, শব্দ
কলেবরে সাগর পরিমাণ ,
দেখা গেছে অবুঝের ভাবনা  
কথারে দেয় না যোগ্য মান ।
কারো বা বোধ নোনা-বারিসম
কথার ভাব অতি তিক্তস্বর ,
কিছু স্বাদের বদ হজমে
লবনাক্ত ভাষার সাগর ।


কথার মধ্যেও ভুল বোঝাবুঝি
কখনো, ঘনায় ভীষণ দ্বন্দ্ব ,
সখা-সাথী ,ভাই, আপন জন
সময়ে, তারাও হয় মন্দ ।
মধুরতম কথার বুলিতে
কত কটুতাও সহ্য হয় ,
শীতল করে কঠোর হৃদয় -
বর্ষা-জলমত শান্তির ছোঁয়ায় ।


(১৪-০৮-২০২২)