বাঁচিতে বুড়ীমা, রোজ ঘুঁটে কুড়োয় -
তার বাস গাঁয়ের অতি এক মুড়োয় -
একা, নিঃসঙ্গ থাকে তথায় ;
শোনে, নেতারা নাকি টাকা ছড়ায় !
আগ্রহে তার বাড়ি ,একদিন যায় -
নেতার দর্শনে বেলা যে গড়ায় !


বুড়ীমা তার এক ধামা ব্যথা -
জমানো সারা অভাবের কথা-
নেতার সমীপে সকরুণ কয় ,
‘আমি যে অনাথ, অভাবি বুড়ী,
আমি নিঃস্ব, নেই কোন কানাকড়ি ,
তোমার দ্বারে ,দাও মোরে অভয়-
বাবা নেতা , তোমার হোক জয় !
হে নেতা, দানে কিছু দাও ,
তুমি না সবারে টাকা ছড়াও ?’


অমনি নেতার মনেতে যুক্তি ভায় ,
ই,বি,এম, ম্যাসিন এনে দেখায় !
নেতা বলে,-আগে কর পণ-
ভোট দেবে করিয়া যতন ,
এই ওপরে আমার বোতামে-
অভাব হবে না আর জনমে !


বুড়ীমা বলে,-দেখ, আমার হাল-
শেষ কালে ফেরাবে এ কপাল ?
এর তরে করিতে হবে প্রতিজ্ঞা !
জীবনে চাইনা অমন ভিক্ষা ,
পেয়েছি আগেও অনেক শিক্ষা ;
আর মনেতে ধরে না তিতিক্ষা ৷


না খেয়ে একদিন মরিবে তবু
এ বুড়ী ! পায়ে ধরিবেনা কভু ,
তোমরা মিছে স্বপ্ন দেখাও-
টাকা ছড়িয়ে লোক ঠকাও ;
বাজে বকে লোভ ধরাও ,
দেখি কতকাল আগে ভোট পাও !!


(ইং-28-02-2016)