রাশিয়া জয় চায়
ইউক্রেন হতে চায়- অপরাজয় !
ইতিহাসের পাতায়
এমত ঘটনা আছে সাক্ষ্য-পরিচয় ।

বিশাল সেনা নিয়ে আলেকজেণ্ডার
ভারতবর্ষ করে আক্রমণ ,
সে অসীম পরাক্রমী সাহসী রাজা- পুরু
অল্প সেনায় , লড়েন ভীষণ রণ ।

যুদ্ধে হারেন পুরু
তাঁকে বন্দি করে আলেকজেণ্ডার ,
প্রস্তাব আসে কি চাও ?
আজ তুমি হতভাগা- কয়েদী আমার ।

অকুতোভয় পুরু স্বগর্বে বলেন ,
যদিও হেরে গেছি আজ তোমার কাছে-
রাজায় রাজায় যেমন সাজে ,
আমিও চাই ব্যবহার তেমনটি কাজে ।

অসম্ভব এমত ঘটা- ঘটনা
মনে হয় ইউক্রেন রুশ যুদ্ধে
রাশিয়া মরিয়া, সে প্রতিজ্ঞাবদ্ধে ,
গড়বে মৃত্যুর প্রলয়- কারখানা ।

(১২-০৩-২০২২)
যুদ্ধের আজ ১৮-তম দিন , ভয়াবহ পরিস্থিতি , শান্তি কামনা করি ।