কুকথায় গাত্রজ্বালা, দেহ দুর্বল
সরকারী হাকডাক-সব রসাতল ,
সে মগজ করে , নির্লিপ্ত-অসাড় ,
যন্ত্রণায় মন, কর্ম মূল্যে তার ।
সশব্দে বাজে, ঢাক-ঢোল মঞ্জীর ,
না বোঝা ভালমন্দ ,ক্ষয় ও ক্ষতির !


জনতা হাবা মত  , শুধু ভাবনায়
ধূম্রজালে ফেঁসে দিক ভোলা তায় ।
প্রায় খর্ব প্রেম, ভালবাসার জ্যোতি -
দানে প্রাপ্য অভিশপ্ত- জীবন গতি ।
রূপ-রস-গন্ধ, মাতাল করা, অকাল
মেলে ধিক্কার, আরো কুকথার- গাল ।


আগমনী বার্তা ,যুগে-যুগে জানায় –
আসা তার ভবে, শোষণে হেথায় ।
শিক্ষার আলো বৃথা, শূন্য এ পৃথিবীর ,
পেতে লাভ-মূল্য ,অভেদ্য প্রাচীর ।
ন্যাস্ত মান্ধাতা ধর্মে , অভ্যস্ত মানুষ ,
সে নীতি ধরে ,শাসক বড় খুশ ।


(ইং-০৭-১২-২০১৭)