দিন যায় ,বাঁচা চিন্তায়  
যদিও ভবিষ্যৎ প্রায় অন্ধকার ময় !
দিন দিন দ্রুত পরিবর্তন দেখা দেয়
আপনত্ব ভাবনা যেন ক্ষয় ।


আত্মসুখে মশগুল দুনিয়া
লাভ নিয়ে কর্মে একশ্রেণী মাতাল
কত দিশাহীন, খাটতে খাটতে বেহাল ,
হাতে-পায়ে ফোঁসকা, ওঠছে- ছাল ।


হরিণ সে বাঘের ভয়ে
খুঁজছে বাঁচার উপায়
তার বংশ অত্যাচারের প্রভাবে
শেষ হয়ে যায়- যায় ।


মানুষ আজ চিনেছে আত্মসুখ
অন্ধ হয়ে ছুটছে সে পথে -
হোঁচট খেয়ে মুখ থুবড়ে
পায় যন্ত্রণা -দিশেহারা এ জগতে ।
কে দেবে বাৎলে সুপথ ?
সিংহাসনে বসা দেশপ্রভু-
আজ বড়ো বহাল তবিয়ে জগন্নাথ ।


(১৬-১২-২০২২)