চৈত্রের তাপিত দিন
শ্রীফল নিয়ে বসে আছি হাটে ,
অদূরে এক দোকানী আমড়া বেচে ;
আমড়া বিক্রি হল বাকি থাকে না মোটে
আমার শ্রীফল রইল পড়ে সে- যে ।


দোষ কাকে দেব ? ঘোল চায়, দুধ নয়
অন্ধকারে কাল যাপন -
এ পথে সমাজ, দেশ ধাবিত হয়
এই তো পন্থা সনাতন ।
ভালর কদর হয় না ! সত্যকারের জ্ঞানে
সবই শিক্ষার পরিহাস , ভোলা মনে
ধর্ম-কর্ম নিয়ে ব্যতিব্যস্ত প্রতিটি -জনে ;
যতটুকু বোঝে- তাই তো সবে মানে !


এখানে পরিবর্তন পরিবর্তন করে মাথা ঠোঁকা সার
বোধশক্তি যদি ভোঁতা, কি করবে তার ?


(০৮-১১-২০২৩)
শ্রীফল > নারিকেল ।