আমার বন্ধু জ্ঞানী, বিদ্যান ,
সমাজে তাঁর মস্তবড়ো স্থান ৷
বৈঠক ঘরে ভরা ! কত যে ডিগ্রী -
দেয়ালে সাজানো মনোরম ,সুশ্রী ,
পরিপাটী কক্ষ, যেন রম্য উদ্যান -
যার তার মুখে ভরা, তাঁর গুণগান !


তকমা,বহু দেশের, বহু পাস ,
ভরা জ্ঞানে যেন করে হাঁসফাস !
খাল-বিল, নদী-নালা, সাগর-
মস্তকে বহে জ্ঞানগঙ্গা, প্রখর ,
এমন কি পাস ! ভূর এপাশ, ওপাশ -
তাঁর আননে সদা, জ্যোতির প্রকাশ !


যদি কখনো, জোড়ে কেহ তর্ক ,
অবুঝের বিপক্ষে হন ত্বরিত উগ্র !
মূক, বধির, কানকালা, হয় আশ্বস্ত ,
শুনে অকাট্য যুক্তি, তাঁর সমস্ত -
সবারে করেন যতনে তিনি সতর্ক ,
বিগলিত হয় ভাষ্যে, হলেও মূর্খ !


জাগতিক প্রশ্নের সমাধান আছে
সঠিক জবাব শোভে তাঁর কাছে ,
বলেন, দুনিয়ায় নিশ্চিন্ত কারা ?
যারা খেটে খায়, নিঃস্ব-সর্বহারা !
চির সুখে আনন্দে কর্ম সমাজে -
খুশী তারা সবকাজে সবরাজে !


দুঃখীরা কষ্টরে মোটে পায়না ভয়
ওদের সংসারের আয় সমবায় ,
কাজে সর্বদা জব্দ, ছা-বাচ্চারা -
নেই ঝামেলা পড়া, আগে বাড়া
ওদের স্ত্রী, পুরুষ, খেটে খায়-
সরল জীবন, না –ঝুট ঝামেলায় !


একটু নেশা-ভাঙ করে প্রতি সাঁঝে
এতেই মেটে সুখ-দুঃখ, সব সহজে ,
বিতায় জীবন চালাঘরে, বসবাস -
তৈরী সাদামাটা, খড়-কুটো ঘাস ;
কতনা বাজে খরচা, বাঁচে সেথায় !
ওরাই আছে, সব থেকে মজায় !!


(ইং-০৪-০৬-২০১৭)
গরীবদের প্রতি বহুজনে এরূপ ভাবনা পোষণ করে তাই !