বাস্তব আর শুধু বাস্তব কালের ইতিকথা ,
থামে না চলা, কঠোর কঠিন জীবনব্যথা ;
কাকে দেবো দোষ ? বেষ্টনে আলেয়া
ভেলা ভরাডুবি ধারা ,কাঁদে মনঃ-হিয়া ।


আদি হতে মস্তকে দেব- তেত্রিশকোটি
অন্য যোগে সংখ্যা তার আধিক্য অতি ,
জনগণ সুশিক্ষিত কর্মদক্ষে পরিপাটী -
তবু কেন হবে এ দেবতার দেশ- মাটি ?


নেতারা পায় আশীর্বাদ, দেবের যে অংশ
ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে- কেন হবে কংস ?
দেশ স্বাধীন, পাশে দেখ চীন, সেও চলে
ভারতের একবছর পর স্বাধীনতা মেলে !


ধর্ম তার বৌদ্ধ, নেপাল দেশে উৎপত্তি
কি গুণে তাঁরা আজ এক শ্রেষ্ঠ জাতি !
ভালোরে ভাল বলবো না, এ প্রবঞ্চনা-
মোদের অন্তরাত্মার নেই হদিশ-জানা !


(০৮-০৪-২০২৩)
"খাবার দেবে বলেছে নেতারা। তার লাইন ভেঙে কোনভাবেই ঘরে ঢুকতে পারছিনা। চোখ ভরা শুধু জল।"> রীনা বিশ্বাস-হাসি(মৈত্রেয়ী কবি) ।
গতদিনের আমার কাব্য, “ভোটাগ্রে”, এই গভীর মর্ম বেদনা ভরা বাস্তব কথা , মন্তব্যে  অতি মুগ্ধ হয়ে , প্রবুদ্ধ কবিকে সামনে রেখে,  আমার কাব্য তাঁর সম্মানে উৎসর্গকৃত ।