পৃথিবীটা বড়ো সুন্দর আনন্দের
সুখভোগার শীতল ছায়া ,
মধুময় শান্তির আলয়
সকলকে নিয়ে চলার জায়গা ।
বড়ো বিড়ম্বনা স্বার্থপর হলে ,
কিন্তু কিছু করার নাই
যুগ-যুগ ধরে এ স্বার্থীধারা চলে ।


কত প্রবোধ , জ্ঞাণীর বাণী
অগুন্তি শিক্ষালয়, ধর্মালয় ,
ভক্তের মান্যতায় নয় কমি
গুরু, ভগবানও সেরা সেরা
সবে আত্মসুখী কী তারা ?


কি সে কারণ শুধু দোষ টানা
অপরকে দেয় নানা অপবাদ
যাঁর ধর্মমন, শুদ্ধতায় মাতে
তিনি যে নিষ্কলুষ-নিখাঁত ,
তলিয়ে দেখেছেন কি আদতে ?
এ কথা আবার বলা যাবে না
বকধার্মিক সে আসে তেড়ে ,
তবে কি তাঁর শুধু আড়ম্বর
পর নিন্দায় মত্ত- গলা ছেড়ে ?
(১১-১০-২০২২)