শব্দরা যাচ্ছেতাই বেয়াড়া, অভদ্র, বেয়াদপ
লাগামেও রোখা কঠিন, বড়ো মদ্য-মদ্যপ !
প্রকটে রাতদিন মাতে, কাজে তৎপর-খুব
ইনিয়ে মিনিয়ে ফাঁকি দিয়ে তারা দেয় ছুট ,
আবার সহিষ্ণু নয় ! দুষ্টু ভীষণ- সেয়ানা
কাজটি করে সর্বদা ,হাটে হাঁড়ি ভাঙা !
মালিকের দেখে না ক্ষয়ক্ষতি, একচুলও
বুকে যে শেল পড়ে , না ভাবা- ঘুরেও ।


লিখতে বসলে শব্দ ধায়, মনের অজান্তে
যতেক গোপন কথা ফাঁস হয় লেখনিতে
লেখায় খুঁজলে মেলে, গুপ্ত জীবন চাল ,
ব্যবহারিক আচার, ভাষ্য,-সম মিলন তাল ।
লেখক, কবি , চিত্রকার-জীবনাদর্শ তার
কর্মে ও শব্দে নিজ রূপ ভাস্বর আকার
এ যে সমীক্ষার- জীবন্ত নজির- দলিল
শব্দ প্রকাশে যতোই আঁট না কেন খিল ।


(০৭-০৪-২০২৩)