সে প্রগতিশীল, তাঁর চেতনা ,
পাই প্রতিকাজে, প্রচুর নমুনা ।
সদাবাহার খোলা তাঁর দিল -
যেন বদ্ধ তালা, দরজায় খিল !


বাহিরে বহিছে কতনা ঝঞ্ঝাঝড় ,
না সময় জানিবার তার অবসর ।
তাঁর জগৎ চিন্তা, জপার বাহার-
নেই দরকার কোথাও খোঁজার !
যথার্থ নিজ স্বার্থ, হোক সাকার -
ঝড় বহে যাক !গরীবের উপর ।


আস্থার বচন অহরহ ভানে ,
সুসময়ে শান্তি আসিবে জীবনে ।  
বায়ুর গতিরে দিশা ফেরানো -
করো না ওকাজ, ভুলেও কক্ষনো !
এজন্য ভেব না যুগধারা অমিল ,
সদা উপদেশ দানে, প্রগতিশীল ।


ভূসম্পদ অধিকারে, যারযার -
বহাল তবিয়ে রাজার বাহার !
একদিকে ভরা অভাব টানাটানি -
অপর দিক অপচয়, পানি-পানি !
তীব্র ক্ষুধাজ্বলা,করা সহ্য মুশকিল !
ভাগ্যই আপদ, ভাবে প্রগতিশীল ।
গরীবতার মূলে তার কর্মফল ,
এজন্য সময়ে পায়না সে জল !
এ সব কালচক্রের খেলা -
প্রগতিশীল বলে বেড়ায় মেলা !


মান্যে, তাঁরই বিচার বড়ো ,
সে নেবে না উপদেশ কারো !
কথায় সারে সব কাজ ,
সে চায় আদর্শ সমাজ !


(ইং-১০-০৭-২০১৭)