কাজ আর কাজ, শ্রমিকের জীবন সাজ ,
তপ্ত গরমে বা ঝড় জলে
ওদের সংসার অম্বর তলে ,
কে বা কত মনে রাখে শ্রমিককে আজ ।


মহানগরে পচা নালার পাশে ঘরসংসার
ছেঁড়া কাপড়ের এক ঝুলা
ভর-দুপুর বাচ্চা খায় দোলা ,
এমত জীবন যেন তার উপহার !


বাধ্য-বাধকতা পেটের টানে হয়ে হন্যে
সে কাজ করে কার জন্যে ?
শ্রমের বিরাট অংশ হয় চুরি ,
গড়ে পুঁজির পাহাড় কলেবরে আহামরি !


দূরে দাঁড়িয়ে দেখছেন ভগবান ,
মানুষের সৃষ্ট এ কেমন তর জয়গান ?
ওজনের আছে তাঁর ক্ষমতা
তাই তো তিনি সমতায় সবার বিধাতা !


(১০-০৬-২০২৩)