ঘুমিয়ে ঘুমিয়ে আত্মসুখের স্বপ্ন, তারা সুখদ ,
রূপধারা প্রবাহ চলে, চিত্ত জাগনিয়া অগাধ ;
হঠাৎ ছেদ পড়ে স্বপ্নে ,
পুনরায় তাকে খুঁজি হয়ে হন্যে-।


শুভচিন্তক বলেন, এখনো সাবধান হ !
জীবনটা মায়ময় স্বপ্নের খেয়া
পারাপারে যার যেমন পছন্দ রুচির কায়া
ঈশ্বর কৃত ব্যবস্থাটি যে বিচিত্র মায়া !


গাধার সামনে ঝুলানো মূলা
আশায় আশায় সামনে চলা ,
সাধু বা নেতার কেবলি বচন
আপন দুরূহ যন্ত্রণা সব ত্যাগে মন
শুধু ভাবনারে ভর, আদিখ্যেতায় যতন ।
গৃহমাঝে পড়বে লক্ষ্মীর চরণ
ঝুলি ভরে সব পাবে, মনচায়া রতন !


জানি না, কত হয় কার্যে দর্শণ
সাধু ও নেতার চলে সুখদ হবন ।
এ দুর্গতি আছে ,তবেই চলে জীবনচাকা
অন্যথায় সব আড়ম্বর হ’ত ফাঁকা ।


(০৭-০৬-২০২৩)
রুচির কায়া >  রুচির শরীর ।
সুখদ হবন > সুখ প্রদত্ত জাঁক-জমক ।