চাকরি চাই ? পাবে না !
এখন প্রচুর শিক্ষিততে দেশ ভরা
ভীষণ প্রতিযোগিতা, জান না ?
শাসনের দোষ না , আছে ভাবনা চিন্তার
লোক সংখ্যা বৃদ্ধি , দোষ জনতার ।


একটি পদ যদি হয় খালি
প্রতিভাগীরা ভীড় করে অলি-গলি !
শাসকেরও আছে মামা-চাচা ভাগ্নে
তারাও চায় গৃহিনীর গলা ভরুক স্বর্ণে ।
সমাজে এসব এখন গা সওয়া
কে গেল আর কে থাকল নেই বালা ,
শিকে উঠুক না নাওয়া-খাওয়া ,
যদিও এ স্থায়ী যুগ যন্ত্রণা-জ্বালা
জীবদ্দশায় না সাধ্য তার প্রতিকার ,
বোধ-বুদ্ধি বিবেক শূন্য- মস্তক
কি আর করে বেচারা বেকার যুবক !


(০৮-০৬-২০২৩)