মানুষই মুজরিম, মানুষই বিচারক,
সমস্ত ঘটনার ধারক-বাহক ;
সমস্ত কর্ম-কাণ্ড মনুষ্য সৃষ্ট সতেজ
এ গণ্ডির মধ্যে না কোন কারো হস্তক্ষেপ ।


চাষীর চাষের গরু যদি মরে চাষের সময়
এক অদৃশ্য কাল্পনিক মহাশক্তির হয় উদয় !
কখনো বাঁনরের পিঠাভাগে, পড়লে যন্ত্রণায়
আস্থায় মনে হয়, ঘটনা ঘটছে সব মায়ায় ।


‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’
মনুষ্য দ্বারা সৃষ্ট সেমত আস্থা ভরপুর ।


পেটের টান বড়ো শত্রু ! সর্বস্তরে
নির্বাপিতে ক্ষুধারে
সে যে প্রচলিত শোনা কথার কারণে ,
এদিক-ওদিক ভাবতে পারে না দুঃখীজনে ।


সব চাইতে বড়ো সম্পদ মনের জোর ,
কারো বা মনঃদৌর্বল্যে পায় না সুখবর ;
ছা’পোষা বা দিন মজুর খেটে খাওয়া জন -
একাল পরকাল মানে অনুক্ষণ ।


বর্ষার জল , নদী বয়ে তারও হয় সুরাহা
সাগর মিলনের স্থিরতা যাহা- তাহা ;
আর্তের গতি অনিশ্চিততায়, ভরা মায়া ।


(১০-০৬-২০২৩)
মুজরিম > অপরাধী ।