যদি চাও বাঁচতে ভদ্র-সভ্য মত ,
ফেউ লাগবে পেছনে অবিরত ;
শতকরা নিরানব্বই যে পথে যায়
তাকে এড়ানো অত সহজ নয় ।
পর্বত গন্ধমাদন আনতে যাওয়া
সাধারণ কথায় বলা হয়- মূর্খতা ,
নিজ সুখ-শান্তি উপেক্ষা করে
এ কেমন জীবনবোধ ভব্যতা ?


সংসারে কত অপকর্ম ভরিত
চাইলেই মেলে না সুখ ইচ্ছে মত ,
সবে চায় সমাজ হোক উন্নত
চায় না মিটাতে দুর্গন্ধ ক্ষত ।


অনেক বাঁধা এ সুখসংসারে
কেহ যদি আপন মত
দেশকে আদর করে
হবে জীবনটা সমাপ্ত কারাগারে !
দুর্গতি বিনে জীবনে বোধ আসে না
কখনো আবার সে বোধ  
সময়ে কাজেও লাগে না ।


(০৫-০৬-২০২৩)