সন্ধ্যা নেমে আঁধার ঘনায়
কালটা বৈশাখী ঝড়ো সময়
অমাবস্যার আকাশ, মসিআঁটাময়
একা, নদীতীরে দাঁড়িয়ে অসহায় !
দলাপাকিয়ে কন্ঠে ভরে ওঠে ক্রন্দন
পার কর ওপার,- হে মধুসূদন !


নিখাদ ডাকা একাগ্র চিত্তে
না কোন খোঁট মনঃবৃত্তে ,
পারাপারের একমাত্র মাঝি একা
শেষে সামনে আসেন রহমত চাচা ,
তিনি সেবারত খেয়া ঘাটে সদা -
অসময়ে সেই আমার বৈকুন্ঠের রাজা !


মনে বল্ পাই ,আত্মসুখে চিত্ত মগ্ন ,
ভরসা পেলাম, ঘরে ফেরার লগ্ন !
এখন বুঝি মাঝি- আপন প্রিয়জন ,
তিনিই জীবনের প্রকৃত মধুসূদন ।


(০৯-০৬-২০২৩)