সাম্য-সমানতা সুখের মূল
অন্য দড়ি টানাটানি আনে পিত্তশূল -
রাঘব বোয়াল আর পুঁটি মাছ
সহ -অবস্থানে হয় না কাজ ,
প্রতিযোগিতা বাড়লে হাজার গুণ
কোন ভগবান গরীবকে দেয় না পান্তা-নুন ,
তবু ভাবে প্রেমিক এই বুঝি সুখ এলো
তাই অতি ভালোবাসে ধাঁধাঁল আলো ।


আসলে রাবণ করে রঙ্গ -
সাধারণ সেমত উপনিত হতে রণে দেয় না ভঙ্গ ,
চলে উথল-পুথল নীচেই গড়ায় জল
তাই সাম্য ত্যগে গরীব আজ দুঃখী অতল !
প্রার্থনা, নিজ-নিজ হিতে ধর হাল
এক সাথে উড়াও পাল ,
সমতায় হতে পারে জীবন সরল ।


(৩১-১২-২০২২)