দিনটি আঠ এপ্রিল উনিশশত উনত্রিশ ,
ক’বছর সদ্য গড়িয়ে আগে বছরবিশ ।
বটুকেশ্বর দত্ত আর ভগৎ সিং ,
যমজ্বালা দুর্ভোগ !রয়ে পরাধীন-
দেশমাতৃ মন্ত্রে দীক্ষিত সতত মনঃপ্রাণে ,
তারা দিল্লীর সংসদে এক বজ্র হানে !


পাশ না হয় যাতে, জন সংরক্ষক বিল্-
বাঞ্ছা সমর্থন পেতে, জনতার দিল্ ,
বিলে ছিল মজদুর বিরোধী প্রস্তাব  
দেশ হিত ছিলনা সে বিল্ বাস্তব ।


সশব্দে বোমাটি কাঁপায় সংসদ ভবন !
জনহানি না ঘটে, ছিল ওঁদের পণ ,
যদিও আগ্নেয়াস্ত্র ছিল তাঁদের সাথে -
তবু ধরা দেয়, বেড়ি পরে দু’হাতে !


শুধু একটা কথা, দেশের স্বার্থে-
এই পরাধীন দেশ হিতে, চায় বলিতে -
মোরা সহায় সাধন হীন, চাই স্বধীন দিন ,
তেত্রিশ কোটি মোরা, নহি-নহি ক্ষীণ ।


মূক, বধির যারা শুনুক এখানে তারা !
আজ জাগ্রত ভারতবাসী, গর্বিত মোরা ।
অজেয় যেন চির সংগ্রামী, মৃত্যুহারা-
ভাঙিব পরাধীনতার শৃঙ্খল, লৌহকারা !!


(ইং-০৮-০৪-২০১৭)
ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ,-০৮-০৪- ১৯২৯ ,আজিকার দিনে
দিল্লীর অ্যাসেম্বলিতে বোমা ফেলায় ।