প্রত্যুষে যাই, ধরিতে মাছ-
এসব নাকি আমার কাজ ,
জাল খেপাই ডোবা জলে-
মাছ উঠিছে জাল ফুলে ৷


ঘরে নিয়ে যাই-
গিন্নী বকে দিল তাই ,
‘কী এনেছো ছাই ?
কচড়া ভরা, সারা খারা -
দেখিনা কোন নড়া-চড়া-
মাছের যে কোন, নাম গন্ধ নাই !
ওগো আমার কাজের গোসাই ?’


‘আমি বুড়ো আরো কানা-
সব কী আমার আছে জানা ?
এই অকেজো আমার হাল -
তবু বলো, খেপাও জাল !!’....
(ইং-০৬-০১-২০১৭)