আমি দাঁড়িয়ে এক নীরব জনসাগর তীরে ,
প্রতিবেশী, ঠাসাঠাসি, মানব বহুল ভিড়ে !
আবহমান দৃশ্যমান কাল ধরে ,
কতোর দেখি উপায়, তারা যায় উৎরে ৷
আমার হেথায় নিছক মনোভাবনায় ,
অবেলায়,সময় হারায় অবহেলায় ৷
আমার বেলায় আইন কারা যে চালায় ?
আদেশে ! তব বাঁচার স্থান নাই, এই ধরায় !


যখন ঐ সময়ে ভপু বাজে কারখানায় ,
হাজারে-হাজারে কর্মবীর রোজগারে ধায় ;
সবাই সবার সংসার, কাজে সারে তায় ৷
উপযুক্ত উপরে শক্ত আমি যদিও হেথায় !
তবু আমি হই উন্মাদ ! আসে না মাথায় ?
আমি আজ অব্দি রয়েছি বেকার বিকট,
কেহ স্মরণে ধরে না ? টানে না নিকট !
এ নিছক যেন ভরাশোক,- তুচ্ছ খবর-
যতোই বুক ফাটা রব উঠুক না জবর-জবর !


সকলে মানে ,মনে-প্রাণে আরো জ্ঞানে
কোন খেতের মূলি যে আমি- কোন খানে ,
উপদেশে, সহজ করে হৃদয় ভরে, নাও মেনে -
হেথায় বার্তা নিক ভরিয়া শ্রোতা,- জনেজনে ,
এ ধারা হবে সারা নীরব জনসাগরে ।
“এই ভারতের মহামানবের সাগর তীরে !”


(ইং-08-12-2015)