স্বয়ং নিজ দু’হাত পিঠ মুড়ে বেঁধে-
জেনেও চলে যাই ভিতরে সেধে ,
ঐ অন্ধকার কাল কুঠিরে ;
যদি কাল গনা হয় তার জঠরে !


মাপে ফুটে, তিন বাই তিন-
উঁচু ছ’ফুট, ঢাকা, বায়ুর প্রবেশ ক্ষীণ ,
পা-ও বাঁধা, লোহার বেড়িতে ;
স্বীকৃতি দিয়েছি মম রাজিতে ৷
তালা ও লাগাই, বাহিরে কপাটে ,
কেহ খুলিতে না পারে মোটে !
এখন ডাকা-ডাকি, যারে চাই-
মন ভরে সকরুণ কাতরাই !
কাঁদি নরমে বা জোরে ,
ধৈর্যতে যত দূর ধরে ।
জপ-তপ, ধর্মশ্লোক, সব আওড়ানো,
মন্ত্র-তন্ত্র খুব এসময় কাজে লাগানো ;
কাকুতি-মিনতি মনোব্যথা সব-
হৃদয় গ্লানি আর ব্যক্ত যতো দুর্ভাব ,
পড়িবে কী কোন বাস্তব প্রভাব ?
নিবেদন করায় যতো যে আরধ্য ,
ক্রন্দন শুনিয়া হয় কী কেহ বাধ্য ?
হবে কী সংঘটিত সচরাচর, অসাদ্ধ -
চমৎকার ! যাহা করিবে মনকে স্তব্ধ !


হেথা পরিস্কার বোঝা যায় -
এ সবি ঘটিত নিজ-আপন ইচ্ছায় ,
এখনে কেন অপরে দোষা মম জ্বালা !
হেথায় কী করিবে ? উপরওয়ালা !!....


(ইং-26-11-2015)