মানবের মহা গুণ, রয়ে নিজে  সৎ ,
খোঁজে শুধু জীবন ভরে
পেলে নূতনটা, আদর করে
নিজ বুকে নেয় তুলে,
সেই নব মত ৷
যুগ-যুগ ধরে মানুষ,
নিত্য নব চায়-
সর্ব প্রচেষ্টায় তলাসে তার উপায় ৷
সেই চিন্তায় অহরহ করিছে কাজ ,
মানুষ পেতে চায়, সর্বাঙ্গ উন্নত সমাজ ৷


আজ সুদূর সেই আদর্শ রাজ !
বিপুল এই ঝঞ্ঝাবহ বিশ্বভূবন মাঝ ।
চতুর্দিক ভরে আছে মহা দুর্যোগ
সুকর্মের উত্তম ফলটায়, নেই সুযোগ ;
আশাতে সাথে মেলে- অনেক দুর্ভোগ
কখনো বেদনা আসে হয়ে অমোঘ !
মানব শ্রেষ্ঠত্ব সারে, একে অপরের তরে
সে আদরে হৃদয় ভরে, আপন করে সবারে ;
তবু কোথাও একটু শুধু ফাঁকা-
সব পেয়েও মানুষ যেন বোকা !


কী নাই অধুনা মানুষের কাছে ?
মেধা, শক্তি, সম্পদ, একতা, সবই আছে ;
আছে তাজা মন, মস্তিষ্ক , সবল বাহু-
ধৈর্য সাহস, কর্মদক্ষতা, এসব ও বহু ;
আছে জ্ঞান দূরদৃষ্টি, সে জেনেছে অতীত -
জানে ইতিহাসের পাতায় ভরা সেসব কুৎসিত !
স্মরণ করিয়া অতীত হয় সে ভয় ভীত্ ,
তবুও মানুষ আগের তরে গড়ে ভিত ৷


রাষ্ট্র নির্মাণে আছে শত সহস্র পথ-
উপায় খোঁজে মানুষ, যা কিনা নিরাপদ ,
আপথ-কুপথ কাটিয়ে সব আপদ-
মানুষ চায় উত্তম সম্পদ সেই সুপথ ৷
সরিয়ে জগদ্দল পাথর করিয়া আদর
মাড়িয়া পথের কাঁটা বিছায়ে চাদর-
সবারে বুকে নিয়ে মানুষ করে সমাদর ,
তবু আমরা হয়ে থাকি সে খবরে বেখবর !


এই মানব জীবনে, জ্যোতিরূপী মশাল ,
একদিন সমগ্র বিশ্বে জ্বলে আকারে বিশাল !
মানুষ দেখেও করে না,সে জ্যোতিরে খেয়াল ,
সব করে দেয় জল মিলে কিছু খল !
রাশিয়ার সেই মানবতার ঢেউয়ে পড়ে
কঠোর সাম্রজ্যবাদ সমূলে যায় উপড়ে ,
একদা আমরা সেথায় চলি নির্ভয় জেনে
পুঃন কী নেব, সে নীতি! হৃদয়ে মেনে ?


(ইং-২২-০৩-২০১৬-মঙ্গলবার)