প্রবল প্রতাপী সতেজ ঘোড়া-
তবু সে আজ পড়ে যেন খোঁড়া !
চোখ কানা, ঠুসি বাঁধা -
একটাই নিশানা আছে সাঁধা ,
দিতে পারে না শুধু স্ব-ইচ্ছায় দৌড় -
সাহসও নেই মনেতে ভরপুর ।
যাবে সে কোথায় ? ভাবনা হেথায়-
কিছুই আসে না সুসময়ে মাথায় !
শক্ত কাঠামো তবু বেচারা -
নীরবে ভেবে ভেবে হয় সারা ।


জাগায় লাফালাফি, দাপাদাপি ,
বিনা শীতে করে কাঁপাকাঁপি -
এমনটা কুক্ষণ আসে কেন ,
সুসময় দুয়ারে আসিলেও যেন-
তার বেলায় এঘটনা ঘটিত হেন !
কারণ ? যখন ছিল সুস্থ কর্মঠ -
ঝিমুত শুধু, করিত না ছটফট !
তাড়ালে হ’ত মাত্র তাড়িত ,
ক্ষণিকে একই দিকে বয়ে যেত -
প্রতিবার তা´ আবার দিশা হীন -
টানিলে সজোরে তার জিন্ -
হয়তো ফিরিত কোন একদিন ।


সময়ে হয়নি অমনি ঐকাজ -
তাই ঘোড়া খোঁড় যে আজ ।
এই তো সময়ে সমাজ !
এখানে ঘোড়া খোঁড়া -
সেও করে অধুনা রাজ ,
আমি তার অধীনে করি কাজ !!...
(ইং-১৬-০১-২০১৭)