নেতার উদয় হাটে মাঠে ঘাটে ,
শহর-গ্রাম-পাড়া অধরা মোটে !
হর্দম তারা যে কেচ্ছা ঘাঁটে-
মেলে সেবা কষ্টে পেতে মোটে
উপহারে মোটা-মোটা নোটে !


জনতা চরিয়ে ঘর ভরে -
বন্দুক রাখে দুর্বলের ঘাড়ে -
হারমোনিয়মে বাঁধে সুমধুর তান্ -
নানান সুরে গাহে গান !!
গিরগিট্ যেমন রং পালটায় -
ধরে অপরূপ ভোটের মাথায় -
ভিখারীর সাথে খানা খায় -
ফকিরের দ্বারে হত্তে দেয় ৷


সব ঘরে তার দু’দশ গাড়ী,
সে গোপন করে নক্ষত্র নাড়ী-
নেতার সাথী ভাগ্নে ভাই -
রঙ্গ-রসে, সন্ধ্যা আরতি- তাই
সারে দলবল সাঙ্গাত সবাই ৷


নেতার চিন্তা গভীর অতল-
উত্তম দস্তি অকেজো জঞ্জাল -
এসবই হল, সংগঠন খেলা -
পানে টানে পর পেয়ালা ৷


নেতা, বেড়ে হয় নেতাজী-
প্রমোশনে তখন খায় মধু ঘি ,
নেতা সারে বারোটি মাস -
মন ভুলানো শুধু আশ্বাস ৷
নিজে নেতা আর দল-বল-
পারে বাড়াতে নীতি খল -
যদি করো সুফল আশা -
খেজুর গাছে কাকের বাসা !


নেতা নিজ দেশ খুব মানে-
দেশের চাকা উল্টো টানে !
নেতাজী উপাধি করিবে ধারণ-
এর বেশি জানাটা তার বারণ !

পারে না কাড়িতে দুঃখীর সম্বল -
তার যে চির- নয়ন জল !
সে শুধু জানে না -তাঁকে ?
নেতাজী সুভাষ বলে কাকে !!!.....


(ইং-২৬-১২-২০১৬)
(কানে কানে কথা >সব নেতা ?)