জ্ঞাতি যুদ্ধ ! মহাভারতের পর-
জনশূন্য, বীরশূন্য, শূন্য- প্রান্তর !
চারিদিকে যেন মহামারী আর -
স্বজন হারা-কেবলি হাহাকার- !
ছড়িয়ে পড়া,শড়া-পচা-নরকঙ্কাল-
দূষিত যতো জল বাতাস সমগ্র অঞ্চল ৷


এ মহা নোট বন্দির পর-
থমথমে সমস্ত দুঃখীর ঘর ,
অভাগা দিন মজুরে- শুধু বসে-বসে-
খালি পেটে হিসাব কষে ;
সারাদিন, যার -যার ৷


কত রথী মহারথী গেল রসাতল-
কত অমূল্য জীবন ত্যাগে সরল-
কেউ বা পান করে পলকে গরল !
শতোর্ধ্বের হয়েছে কালের গহ্বরে গত ,
কর্মরত ব্যাঙ্ককর্মী, হল শহিদ যতো !
কপালে জোটে, হাটে মাঠে ঘাটে -
কত না ! অকারণ লাঞ্ছনা -
শূন্য দোষে কেন পায় তারা, শুধু -যাতনা ?


নিখোঁজ হয় কতো পুলকিত খল -
কোষাগার ফুলে ওঠে নোট বন্দি ফল ,
এভাবে কালো তারা হ’ল যে ধবল !
অর্থ বলে মহাবলী ,না হয় ভয়াল ?
দেখিতেছি রূপ তার- ছায়া করাল !


অযাচিত ধন কভু অপকর্মে মন টানে ,
হিতাহিত জ্ঞান কভু -প্রস্থান পায় প্রাণে ;
অতীত আচরণ যার নিষ্কলঙ্ক নিখুঁত ,
সেই পারে তাড়াতে, দুর্নীতি-ভূত !!!
(ইং-২৩-১২-২০১৬)