জীবন শূন্য, যতো দেহ-ধড় ,
বিজ্ঞান সম্মত, সে সবই জড় ৷
চির অভাব ! অভাগা সরিফ-
সমাজ তাকে, বলে গরীব ৷


লাচারের আছে, ন্যায় ধর্ম-
জীবন ধারণ, আস্থায় কর্ম ,
নাই শান্তি, নাই রেহাই -
তার ভাগটা, কাড়ে সবাই !


গরীব যেন, আকাশের মেঘ-
কাজেতে ডাকে, জন-ভেক ,
বর্ষা দানো, তৃপ্তি মিটাও -
দরকার শেষে ,উচ্ছন্নে যাও !


বট তলায়, সবিয়া সাধু -
ভবুত বিলায়, জীবনে শুধু ,
প্রতিদান, আশায়- কক্ষনো নয় !
মুফতে করি ,তারে জয়-জয় ৷


গরীবের দান, হাড় মাংস-
ফেরত পায়না, কোন অংশ ৷
লুটেরা করে, শেষ- ধ্বংস ,
বাঁচেনা আর কোন অপভ্রংশ !
(ইং-১৫-০৭-২০১৭)
হিন্দী শব্দ,-সরিফ > সজ্জন, মুফতে > মুক্ত ৷