নেতা করে, জনতারে-হুঁশিয়ার !
ভোটে, কথাটি রেখ যার-যার ।
যদি চাও সহজে তরী পার
"আমার বাঞ্ছা, করিও সাকার" ।
জানিও মম দৃঢ়বাহু , হু-বহু -
বাড়ায় বেদনা, বুকেতে হুহু ,
আমার স্বপ্ন করলে ছারখার
জ্বলাময় দেখবে ঘর সংসার !


আমার কথা কম ,কাজ বেশী
সে শনি আমার নক্ষত্র- রাশি
কমতিতে করি না কারো দয়া -
ব্যাটা মুক্তি পায়, ধরার মায়া ।
হের ,আত্মার বিচার একবার ,
বজায় রেখো , বাক্য বরাবর ।


মনের বাসনা- লালসা মতি -
চেয় না জীবনে , অধঃগতি ,
মাথায়, না পড়ে অশুভ বাজ !
এবার সারো, বুদ্ধিতে কাজ ।
যদি না বোঝ, চোখ দাও শাস্ত্রে ,
প্রমাণ মেলে পৌরাণিক পাত্রে !
অতএব চেষ্টায় থাকো বাঁচায় ,
অতি নড়াচড়ায় --স্থান খাঁচায় ।


(ইং-১৭-১২-২০১৭)