ইগো-দুরাগ্রহ, দলের মান্য মূল্য
গণতন্ত্রে এ যেন গুণগত ধর্ম ।
তবু কম বেশী আছে দলের বিচার
কিছুদল কঠোর ! ধর্ম ধরে আচার ;
উপরে বেশ সাধু-সাধু ধরণ ,
জানে শাসন, জনতা শোষণ ।


যদিও তারা বহুমতে চলে
ভেকরূপী দেখা সময়-কালে ;
ধাপ্পাবাজীতে করে না ভুল -
কর্ম, অপর দলের নিন্দায় মশগুল ।

তার কাছে কাজের কথা
যেন বলে বেড়ায় অনর্গল -
অপরদল দেশ গোত্র জাতি চায়
ছারখার ; সাথে নেবে রসাতল !


এ শাসনে, মাথার ’পর গড়ায় জল ,
তবু মানে না কারোর শুভফল ।


(০৭-১০-২০২৩)
বেশ > বেশ-ভূষা ।