প্রগাঢ় ঈশ্বর ভক্তি ভাবনায়
সুদূর তীর্থ দর্শনে মানুষ যায় ,
হলে অঘটন শরীর মন হয় জখম
চারিদিকে ভরে মাতম আর মাতম ।
এ ও নাকি দৈব ঘটনা
এর বেশী আর নয় আলোচনা !
প্রভুর কাজ , ছেড়ে বাঁচবিচার
স্বর্গ লাভে মেলে সুসমাচার ।


ঈশ্বর লীলা, সবই তার খেলা
এমতঃ বোধে শান্তিও যে মেলা !
ঈশ্বর করলেও সাবধান- মানা ,
তবু তোয়াক্কা না করা দুর্ঘটনা ।


ধর্মে অকাট্য বিধান আছে ভরে ,
নিজের মতো করে অপর্ম সারে ,
“মানুষের কি সাধ্য আছে, যতো পাপ করে
একবার প্রভুর নামে, সব পাপ হরে।"


(২৮-০১-২০২৩)