চাহিদা ভাল, ঊঁচু তালগাছ
দৃষ্টি উত্তম নীল আকাশ ,
মনটি আবার ইঁদুর মনা -
গর্ত খোঁড়ায় বারোমাস ।
সমস্যা দেখা পর বিপদে
মনে আসে মহাস্ফূর্তি -
দূষণ কাজে মনটি সরস  
পর অনিষ্টে জীবন দ্যুতি ।


স্বার্থ লোভে চালিত জীবন
কত না মিছা আলাপন ,
কুটিল চিন্তায় মনটি ভরা,
এ তার মতিগতির লক্ষণ ।  


জেনেশুনেও সে কুকর্ম,
কত ধর্মে পাগলপারা ।
বদহজম হয় সৎ চিন্তনে
এমনি জীবনধারা ।
যতই করা আস্থার স্মরণ
মনে খেলে চিন্তন
পর ধন হরণে মাতন
সুখ পায় সে বাচাধন !


(২৮-০৭-২০২২)