তেল সলতে যতক্ষণ আছে
আঁধারের বন্ধু-সে প্রতিটি কাজে ;
প্রদীপে জ্বলতে দেখে আলো
উঁকি দিয়ে সে পড়শী- বলে ,
আছো তো মশাই ভালো ?
ভালোবাসায় জীবনে বাঁধে আশ
তাই, ইন্ধন ফুরালেই- সর্বনাশ !
আগে সমাপ্ত হয়, সুখ- নির্যাস ,
অগত্যা গতাসু, পুনঃ আঁধারে বাস !


অন্ধকার যে জীবন ঘিরে
আগেও ঘনাবে সময় ধরে ;
যুক্তি-তর্কে কে জিতেছে কবে -
কে কোথায় অমর ! মৃত্যুঞ্জয় ভবে ?
মাঝখানে ভোগান্তি দমকা হাওয়া –
হতাশা আসে, প্রদীপ নিভে যাওয়া ;
চলে না হিসাব- বিজ্ঞ কয়
কখনো সতেজ তেল সলতেও ,
আনতে পারে না আঁধার জয় ।


(২৭-১১-২০২৩)
আশ > আশা ।
গতাসু > নিদ্রা শূন্য অবস্থা ।