কত ‘বাদ’-মস্তিষ্ক শূন্য সে স্কন্ধ ,
বাদেই মানুষের কর্ম কত ভাল ও মন্দ
বৈচিত্রময় বোধের সাগরে ডুবে মানুষ
বাদ-বাদ নিয়ে বাধে বিচারে মহাদ্বন্দ্ব ।


বিশ্বে বাদের পাহাড় মান্যতায় ভরা
শাসনে পছন্দ করা নিজমত্ নীতিধারা ,
বিরোধীর বিরোধ আলাপ না সহ্য হয়-
রাজকাজে সে দল তার বাদ চালায় ।
স্বভাব জন্য ,পরিবর্তন চায় না তারা  
প্রতিরোধ হীন তার গতি পাগলপারা ।


সাম্যবাদের স্বাদে কত যে আত্মহারা
সেথা সাধারণের বাঁচা, শূন্য রয় কারা ।


কোন-কোন বাদে বোধ শূন্য করে
অবস্থান, মমিসম-জড়মত দেহ-ভরে
গোলক ধাঁধাঁয় ঘুরে বাদে হয় হয়রাণ ,
বেচারা সে অসহায় না কোন ত্রাণ ।


(১৯-০৯-২০২২)  
“বাদ” মতবাদ ।