দুষ্ট ব্যামো, বড়ো দয়া
দেয় শিক্ষা , কানমলা ,
বুড়ো হ’লে রূপ দেখায় সে সর্বনাশী খেলা !
বুকে পিঠে দর্দ-যন্ত্রণা বেদম -
হার মানে সব প্রচেষ্টা দম ,
কার কাছে যাই , উপায় খুঁজতে ?
নেমে আসে শেল ঘুরপ্যাঁচ বুঝতে ।


সুহৃদ বলেন, হমিওপ্যাথি ,
অপরে বলেন , না ! আয়ুর্বেদ -
পরমবন্ধু সে উপদেশে বলে ,
“অ্যালোপ্যাথি নাও সব ভুলে”।


সব করে দেখি ফল -
যোগাড়ে আচ্ছা হই নাজেহাল ,
ব্যামোর ভালোবাসা যায় না !
অযোথা বাড়ে অভিজ্ঞতার খজনা ,
সে গুরুবাক্য সত্য মানি হেথা
“যত মত তত পথ”, জানায় সে কথা ।


(১৪-০২-২০২৩)
দর্দ > যন্ত্রণা ।
খজনা > হিন্দী শব্দ> খনি ,আকর, খান ।