ক্ষুদ্রমনা,আকাঙ্ক্ষায় লোভ ধায়-
অমানা উপদেশ, যতো যেথায় !
কমেতে মাথাটার, শুরু ঘামা -
দুঃখের পাহাড়, হৃদে জমা ৷


শুধু দিবারাত্র আমার আমার ,
জমিজমা চাই ! উঠোন খামার ;
সদা গ্রাসিতে মন, পরসম্পদ-
ভাবিনা ভবিষ্যৎ ভরা বিপদ !


মরি হিংসায়, যদিও মেলায় -
পেতে সারি, অন্যায় উপায় ,
বিচার পোষা, রাহাজানি -
বাটপাড়িটা, ভাল মানি !


হোক না বৃথা, আয়ু ক্ষয় -
যাক না জীবন, গোল্লায় !
খাল কেটে কুমীর ভরো-
দেহে করো, ক্ষত জড়ো !


নিজ ধনে পাই, বিস্বাদ -
পর ধন ? অমৃত আস্বাদ !
নিজ গোলায় পচে ,অপচয়-
অপরটাতে নাল টপকায় !


আমার আমার নহে কমিবার ,
নামানা সুআচার ন্যায় বিচর ;
স্বভাব দোষ হয় সুমার -
উপায় হীন দূর ভাগাবার ৷
বিভেদ জড় আমার আমার -
চড়াই চড়ে, নহে নামিবার !


(ইং-১৫-০৭-২০১৭)
হিন্দী শব্দ সুমার > উদয় ।