বহু সমালোচক চায় বলতে ,খুব
অজানা আশঙ্কায় ভরা মন, কাপন ধরে বুক ,
অনেক জমা কথা প্রকাশেচ্ছা হয়
আমি কেন ? সকলে চিন্তিত অধিক -
নানা কারন ,চক্ষুলজ্জা ,ছোট মুখে বড়ো কথা
এসব বিবেচনায় আরো শাসন ভয়ে ত্রস্ত ,
প্রতিবাদের ভাষায় নিস্তেজ সারা দিক ।


তবু আনাচে-কানাচে কানাঘুঁষি না বলতে পারায়
মাঠে-ঘাটে ,বাজার-গঞ্জে মুখ ফঁসকে
কিছু-কিছু কথা ও বিদ্রোহ আভাস প্রকাশ পায় ,
কথা ছড়ায় বাতাসে, বিপদ ভয়ে
অভাব বুকের পাটা ,ছাফাই দিতে কোণঠাঁসা ।
বহুতর ভাবনা না খেয়েও তো দিন যায় ,
সেথা রাজ শক্তির সাথে দ্বন্দ্ব যেন না ঘনায় ।
আসল যে- তাকে, সমাজ ভাবে নিন্দুক
তাঁরাই দধীচি, অতন্দ্র প্রহরী ,
জনসম্পদ চোরপথে লুট -
ভরতে দেয় না অসতের- সিন্দুক ।


(০৪-১০-২০২২)