স্কুল কলেজের শিক্ষাই যে মূল-সার ?
এত দামী নয় এ বিচার ,
মানবতায় মন ভরে থাকলে সংসার -
চারিদিকে হয় উন্নতি অপার ।


শ্রমিক কিষাণের থাকে না জাত বিচার
কর্মই জীবন, দেশ মঙ্গলে সমৃদ্ধাচার ।
তুচ্ছ ভাবা নীচ-পতিত, অদূরদর্শিতা ,
তারাও দেশের কাজে করে সহযোগিতা ।
নর্দমার নালী অতি প্রয়োজন গন্দগী নিকাশী ,
তারও আছে কাজ সমাজ বিকাশী ।
তার চেয়ে ঘাতক, অহংবোধ অদূরদর্শি ,
যাঁরা সমগ্র দেশে নিয়ে খ্যালেন- কেবল কুর্সি !


(৩০-০৭-২৩