ভরসার গুণধর দেশের ঊঁচ্চস্তরীয় আমলা
যদিও কর্ণধর ,অবহেলায় জলঘোলায় মেলা ,
যে দেশের আমলাও নেতার মনে রয় দুর্ভাবনা ,
সে মুখ্য কারণে দেশ আগে বাড়ে না ।


জনতার উপর অতি ‘করের’ বোঝা
ফাঁকতালে আমলার লাভের ফাঁক খোঁজা ,
চৌদ্দপুরুষের ভিটেমাটির ব্যবস্থা-উদ্ধার -
কর্ম বাহানায় মৎলব আঁটা দেখি তার ।


এদিকে শাসকের কমতি মনঅন্তঃকরণ
না তাঁর কোন অভাব, সুখের জীবন ধারণ ,
তাঁর কাছে যতো আসে আর্তের আকুতি  
কানে শুনেও শোনে না, সে সব দুর্গতি ।
তাই তো রঙ্গরসে ভরা তাঁর যতো কর্ম-কৃতি ,
অবহেলা উন্নয়নের প্রকৃত মাপকাঠি ।
পুঁজির মহিমায় গায় মেকী --জয়গান -
জনতা বুঝে নিক, নিজ নিজ অবস্থান ।


(০৫-০৮-২৩)