আজ বিশ্বটা এক পরিবার- কুটুম্ব
মধুর ভাবনায় দেশ দেশে তার সম্বন্ধ ;
আবহমান কাল বেঁচে, কর্ম করে খায় ,
নানা পেশায় কর্মাকর্ম তাও করে যায় ।


চাতুরী পেশায় করে অনেকে খেলা -
গায়েপড়ে একে অপরকে মারে ঢেলা ।
বিকারগ্রস্ত মন, মতের অছিলায় চঞ্চল -
অদুরদর্শিতায় করে নানা কুটকৌশল ।
হীনতায় কুকথায় অহরহঃ সচল ,
অধর্মী, কাফের ,জাহিল ,নাস্তিক-বর্বর
নিজ শ্রেষ্ঠত্ব প্রমাণে চেষ্টায় জবর ।


সেই আদিমে চাষের ছিল না লাঙ্গল
ছিল অজ্ঞানে বাস ভরা যেন জঙ্গল ।
যদিও শান্তির সেবক হিত চায় মঙ্গল ।
অশিক্ষায় মানবতা জাগে না প্রাঞ্জল ।


অদুরদর্শিতা, কলহের জড়;- অভিশাপ ,
বিপথগামীকে প্রভু করেণ কী মাপ ?


(৩০-০৭-২৩)
জাহিল > নীচ, হীনমতি সম্পন্ন ।