বাহুবলী-পেশীধর ,প্রকাণ্ড পণ্ডিত
তাঁর অবস্থান ষেন অদূরদর্শিতার ভিত ,
নিজেরে শোভে নক্ষত্রে বেষ্টিত চাঁদ -
আছে ধুরন্ধর মন ,নব নব পাতা ফাঁদ ।


দেশ দেখে না কাল, স্বার্থখানা প্রবল -
বোঝে না বাস্তবে, কত গড়ায় জল ।
আইনকে হাতে রেখে- জীবন সচল
কৃতকর্মে কত যে কালো করে ধবল ।


ব্যক্তি বিশেষ হয়তো বৈকুণ্ঠে বাস ,
অদূরদর্শিতায় দেশে ডাকে সর্বনাশ !!
গঙ্গায় প্রবাহিত হল জল-মাত্রায় অতি
কোন কোন ধনাঢ্যের এমনি মতিগতি ।


(৩০-০৭-২৩)