শিক্ষায় আছে উৎকর্ষ, হলে আকর্ষণ
প্রকৃত শিক্ষা দীপ্তজ্ঞানে উদভাসিত
বন্যার মত করে সাফ আবর্জনা কত ,
প্রখর সূর্যসম সদা জ্বলে মধ্য গগন ।


যদি না জাগে সুবোধ সে অদূরদর্শিতা ,
ধনী-গরীব সর্বস্তরে বাড়ায় চিন্তা ।
মানো সে গাড়ীর চালক
মাত্র একটু ভুলে কত যায় পরলোক !


কথাকাজে জাগরণে দিশা তয়
আসে শ্রীধর রূপ না কোন সংশয় ,
মাঠেঘাটে জীবন কাটে অবহেলায়
অদুরদর্শিতা- নিয়ে যায় গাড্ডায় ।
সাফল্যের স্বাদ-আস্বাদ সুষ্ঠু চিন্তন ,-
আর অদূরদর্শিতায় ঘটে- সুখের পতন ।


(২৯-০৭-২৩)