মাঝি পাড়ায় আজ শোকের ছায়া
ভরাডুবি হয় মাঝ দরিয়ায় ,
চাঙে যারা উঠে,-- বসবাস -
ঘটনার গভীরতার পায় না আভাস ।


বুঝবে না মাঝির যাতনা
সমাজ মঙ্গলে অসময়ে করে আত্মবলিদান ,
ক’জন বোঝে মানব ভাবনা
উপকারীরকে দিতে হয় মান-সম্মান ?


দেখানো সহানুভূতি , লাগে না পয়সা-কড়ি
শুধু ভালবেসে তাঁর স্মরণ, স্মৃতি ধরি ;
মনে রাখি সে যে ছিলেন সজ্জন
এটুকুই তার প্রাপ্য, জীবনে সর্বশেষ অর্জন ।


যার স্বভাব ফোড়নকাটা- সংসারে যতেক খল
তারা জানে শুধু স্বার্থ, এটাই জীবন সম্বল ।
জীবন ধ্বংসের- চলে গেছে সে মহামারি
মানুষ দ্বারা মানুষে মানুষে লেগে আছে দ্বন্দ্ব ;
দেখি না সুবোধ না বিচারে গুণ, ভালমন্দ ,
এ ব্যাধি ভুগছে মানব অহরহঃ, জীবনধরি !


(০৩-০৮-২৩)