মস্তিষ্কে জং যদি বেশ করে ধরে ,
জল যদি গড়ায় মাথার উপরে -
বোধে আসে না জাগরণ ভাব ,
এ সব অদূরদর্শিতাজন্য স্বভাব ।


বিদ্বেষ-অহম্ , কোর্ট কাছারির কারণ
যে পড়ে এ ফাঁদে, ভোগে নির্যাতন ,
অদূরদর্শিতায় মিঠাস্বাদে বাড়ে ডায়াবেটিস্ ,
তার থেকে নানা ভয়াবহ রোগ- জন্ডিস্ ।


হতেও পারে তাক লাগা
আপাতত মধুর ! মনে ধরা কর্ম -
যদি না জাগে বোধে দূরদর্শিতার মর্ম ,
একদা পরিণতি- মন করে হাঁসফাঁস ,
কালে, সময় ঘনায় সাড়েসর্বনাশ !


২৯-০৭-২৩)