সময়ও অনুকূল সর্ব বৈভবে সম্পন্ন
শিক্ষা-দিক্ষায় খরচাপাতি না কারপণ্য ;
শক্তি-সামর্থ, অর্থ, জনবল সৈন্য-লস্কর
অস্ত্র , মহারথী একসাথ ,হাতি-ঘোড়া-খচ্চর ,
একে অপরের বিরুদ্ধে যড়যন্ত্র করা
তারা রাজবংশী ভ্রাতা, তবু মুর্খসম লড়া ।
যা হওয়ার তাই হয়, অদূরদর্শীতার বোধে
ঝাড়েমূলে কৌরব শেষ ঐ মহাযুদ্ধে !


মহাশক্তিধর আলেকজেণ্ডার মহান, এদিকে
দূরদর্শিতায় প্রবেশ করেন নি, স্বসৈন্যে মগধে ।


(২৯-০৭-২৩)