শাসক তিনি হন জনগণের ভাগ্যবিধাতা
তাই সবে গাই, জয়-হে জয়-হে !,
তিনি হন, পিতাসম দেশের একছত্র নেতা ;
প্রকৃত দেশের কান্ডারী ঝঞ্ঝা নায়ের মাঝি -
তার ভরসায় পথ চেয়ে থাকে
দেশের সকল কামকাজী ।


দৈবাৎ যদি সেথা ঘর করে
কোন ঘটনাক্রমে তাঁর অদূরদর্শিতা
শতকোটির হেঁট হয়- মাথা ।
দেশ যায় পিছিয়ে হাজার যোজন ,
প্রকৃত ভুক্তভোগী হয় সাধারণ জনগণ ।
রাঘববোয়ালের গাল আরো হয় লাল ,
বিপদেও অবসর পেয়ে হয় মালামাল ।
মজদূর, কিষাণের ঘরে কান্নার রোল
ঘরে-ঘরে মাতম কানে আসে হরিবোল !
দুর্যোগ-দাঙ্গা, খরা-বন্যা-মহামারি ,যুদ্ধ -
অদূরদর্শিতার ফল , জনতা শান্ত-নিস্তব্ধ ।


(৩০-০৭-২৩)